জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ভাষণটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে শুরু হয়।

তিনি তার বক্তব্যে ঘোষণা করেন, “বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না।” তিনি বলেন, দেশে গণতন্ত্র এবং সংস্কারের প্রক্রিয়া সব দল এবং মতের ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাবে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠন প্রক্রিয়া কোনো শক্তি দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না।” তিনি জাতির আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে। তবে, গত পাঁচ দশকে সেই অর্জিত অধিকার বারবার বাধার সম্মুখীন হয়েছে। জনগণ বারবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।

তিনি স্মরণ করেন, চলতি বছর ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী পালন করা হয়, যেখানে তরুণ সমাজ স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে সফল হয়েছিল। তিনি বলেন, “সেই অভ্যুত্থান আমাদের সামনে নতুন পথ খুলে দিয়েছে, যেখানে বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সুযোগ রয়েছে।”

শেষে তিনি বলেন, এই দায়িত্ব জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে এবং সেই দায়িত্ব আমরা পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *