জাকসুর ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনায় লোকবল বাড়ানো হয়েছে এবং দ্রুত ফলাফল প্রকাশে চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।

৩৪ বছর পর অনুষ্ঠিত হওয়া এই বহুল প্রত্যাশিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। কিন্তু নানা জটিলতায় রাত ১০টায় শুরু হয় ভোট গণনা। শুক্রবার রাত পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। ফলে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর মেশিনে সমস্যার কারণে ভোট গণনা হাতে করতে হচ্ছে, ফলে সময় বেশি লাগছে। তবে সঠিক ও নির্ভুল ফলাফলের জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানান তিনি।

ফলাফল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিনেট ভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার সদস্য।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৮৪৩ জন। তাদের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। তবে নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *