ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এডিসি, ওই দিন যা ঘটেছিল

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা এখনও চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার দুই হাতে আঘাত লাগে, এরপর ছিনতাইকারী পালিয়ে যায়।

ঘটনাটি নিয়ে সুমন রেজা নিজেই ঢাকা মেইলকে জানান, তিনি সকাল সাড়ে ৯টার দিকে ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে আসছিলেন। গাড়ি যখন মেট্রোরেলের পূর্ব দিকের লিফটের কাছে দাঁড়ায়, তখন তিনি দেখেন, এক পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক ছিনতাইকারীকে ধাওয়া করছেন। ওই ছিনতাইকারী তখন তার গাড়ির পাশ দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহভাজন ছিনতাইকারী মনে করে সুমন গাড়ি থেকে নেমে তাকে আটকানোর চেষ্টা করেন, তবে সে হাতে ছোট ছুরি নিয়ে ছিল, যেটি সুমন প্রথমে লক্ষ্য করেননি। ছুরির আঘাতে তার হাত রক্তাক্ত হয়ে যায় এবং তিনি ছিনতাইকারীকে আটকাতে পারননি। ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনার পর সুমন রেজা বলেন, রাতের দিকে তেজগাঁও থানা পুলিশ তাকে জানায় যে, ছিনতাইকারীকে তারা গ্রেফতার করেছে। তিনি মনে করেন, ছুরির আঘাত যদি আরও কোনো বিপজ্জনক স্থানে লাগতো, তবে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে তার হাতের আঘাতের কারণে তার সুস্থ হতে সময় লাগবে।

ডিএমপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সুমন রেজা মহানগরবাসীর নিরাপত্তায় জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং তার সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *