চীনের আদালত মিয়ানমারে অবৈধ কার্যকলাপ এবং অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া এক রায়ে আরও বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, মোট ৩৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং বাকি সদস্যদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মিয়ানমারের চীন সীমান্তবর্তী লাউক্কাই শহরকে মিং পরিবার ও অন্যান্য প্রভাবশালী অপরাধী পরিবারগুলো জুয়া, মাদক ব্যবসা এবং প্রতারণা কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তাদের অপরাধী কর্মকাণ্ড থেকে মিং পরিবার একাই প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন ডলার) লাভ করেছে।
আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে এই পরিবারটি টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক চোরাচালান এবং দেহব্যবসা চালিয়ে আসছিল। তারা এমনকি প্রতারণা কেন্দ্রের কয়েকজন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল, যাতে তারা চীনে ফিরে না আসতে পারে।
২০২৩ সালে মিয়ানমার সরকার এই অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক সদস্যকে গ্রেফতার করে, পরে তাদের চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।