চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক শিক্ষক, এক কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও ছুটির দিন হওয়ায় বিষয়টি তখন জানা যায়নি। আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বরখাস্তের চিঠি এখনো ইস্যু হয়নি।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষক হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সরকার, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা গোলাম কিবরিয়া, যিনি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন, তাঁর বিরুদ্ধে ঠিকাদারকে কাজ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অ্যাকাউন্টিং বিভাগের সহকারী তানভীর আহমেদ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের সহকারী সায়ন দাশগুপ্ত, শিক্ষকদের ব্যক্তিগত নথি শাখার সহকারী পারভেজ হাসান, ও হিসাব নিয়ামক দপ্তরের সহকারী মাহফুজুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, গত বছর যারা রেজিস্ট্রার অফিসে ত্রাস সৃষ্টি করেছিল, অফিস তালা দিয়েছিল এবং দুর্ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এসব কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শিক্ষক সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বরখাস্তের আদেশ চূড়ান্ত হবে। গোলাম কিবরিয়ার অভিযোগ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, তবে শাস্তি কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানাতে শিক্ষক সাইফুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *