চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে মোহাম্মদ নূরুল্লাহ নূরী নিয়োগ

চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বাণিজ্য সংগঠন–১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ায়, সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, সোমবার সকালে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার অপসারণের দাবিতে ব্যবসায়ীদের একটি অংশ প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৯ সেপ্টেম্বর মুহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১১ মাস পর, গত ১১ আগস্ট চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, গত রোববার প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ফরম বিক্রি ১৪ থেকে ২০ সেপ্টেম্বর এবং জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর ও চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ অক্টোবর প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *