চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন বাকলিয়া এলাকার মিয়াখান নগরে এক উচ্ছেদ অভিযানে ৫টি ভবন মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযানটি পরিচালিত হয়।
সিডিএ সূত্রে জানা যায়, অভিযানটি পরিচালনা করেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানে ৫টি ভবনের মালিককে নকশার অনুমোদিত জায়গার বাইরে ভবন নির্মাণ করার কারণে জরিমানা করা হয়। তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানে সিডিএর বিভিন্ন কর্মকর্তা, যেমন অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু, সহকারী অফিসার ইলিয়াস আকতার, মোহাম্মদ ফারুক, পেশকার ফয়েজ আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিডিএ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।