চট্টগ্রামে রোহিঙ্গা অপহরণকারীর হেফাজত থেকে ১৬ বছর বয়সী কিশোরী সাজিয়া সাখাওয়াত স্নিগ্ধাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত ১৯ মে কিশোরীকে কোচিংয়ে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আবদুল্লাহ আল মামুন (২০) ও তাঁর সহযোগীরা ফুসলিয়ে অপহরণ করে। এরপর আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম মেট্রো তদন্ত শুরু করে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কিশোরীর অবস্থান শনাক্ত করে এবং পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কিশোরীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, পিবিআই জানিয়েছে যে, আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে।