চট্টগ্রামে জমজমাট ‘স্যানমার ঈদ ফেস্টিভ্যাল’: নতুন রূপে স্যানমার গ্রিন পার্ক

ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে স্যানমার প্রোপার্টিজের আয়োজনে চট্টগ্রামে চলছে ‘স্যানমার ঈদ ফেস্টিভ্যাল’। গত বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনব্যাপী এই উৎসব শেষ হচ্ছে আজ রোববার। সকাল ১০টায় শুরু হওয়া উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত।

স্যানমার গ্রিন পার্কের বায়েজিদ লিংক রোডে অবস্থিত মার্কেটিং স্যুটে আয়োজিত ফেস্টিভ্যালে শিশুদের জন্য আর্ট কম্পিটিশন, বায়োস্কোপ ও ম্যাজিক শো এবং বড়দের জন্য ছিল দেশীয় খাবারের সমাহার ও পারিবারিক বিনোদনের সুযোগসহ নানা আয়োজন।

আধুনিক নগরজীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্যানমার প্রোপার্টিজ এই বিশেষ আয়োজন করেছে তাদের অন্যতম প্রকল্প ‘স্যানমার গ্রিন পার্ক’কে ঘিরে। এ ছাড়া থাকছে ঢাকা ও চট্টগ্রামের অভিজাত লোকেশনে আবাসিক ফ্ল্যাট, আধুনিক শপিং মলে দোকান ও কমার্শিয়াল স্পেস।ঈদ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে স্যানমার গ্রিন পার্কের একেবারে নতুন রূপ। প্রকল্পটির এক্সটেরিয়র ডিজাইনে এসেছে বিশ্বমানের পরিবর্তন। প্রকল্পটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করে তুলেছে খোলা জায়গা, সবুজ চারপাশ, স্মার্ট লিভিংয়ের ব্যবস্থা ও নান্দনিক স্থাপত্যশৈলী।

স্যানমার গ্রিন পার্ক বর্তমানে আধুনিক নগরজীবনের এক অনন্য অভিজ্ঞতা। কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের সুবিধা নিয়ে প্রকল্পটিতে থাকছে অ্যাপার্টমেন্টের পাশাপাশি সর্বাধুনিক শপিং ফ্যাসিলিটি, বিশাল পার্কিং, ফুডকোর্ট, দেশি–বিদেশি ব্র্যান্ড শপ, সুপারশপ, মুঠোফোন ও ইলেকট্রনিকস শপ, বোলিং জোন, ফার্মেসি, এটিএম ব্যাংকিং, ফ্যাশন লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট ও প্রস্তাবিত সিনেপ্লেক্স। আধুনিক নগরজীবনের প্রয়োজনীয় সব উপাদানকে একসঙ্গে নিয়ে এই প্রকল্প নগরবাসীর জন্য গড়ে তুলছে এক পূর্ণাঙ্গ জীবনধারার ঠিকানা।প্রতিটি ফ্ল্যাট বুকিংয়ের সঙ্গেই থাকছে ঈদ উপলক্ষে বিশেষ উপহার। এর মধ্যে রয়েছে রাউন্ড কাপল ট্রিপ টু মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা ঢাকা বা কক্সবাজার। চার দিনব্যাপী উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *