চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুতদের বিক্ষোভে ব্যাংকে তালা, লেনদেন কার্যক্রম বন্ধ।
চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ জানাতে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে অন্তত ২০টি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
রোববার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ব্যানার টানিয়ে দেন, ফলে গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করতে না পারায় লেনদেন বন্ধ হয়ে যায়।
পরে তারা পটিয়া থানার মোড়ে অবস্থান নেন এবং বিকেল পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তা ছাঁটাই করা হয়। তাদের দাবি, বেশিরভাগই পটিয়া উপজেলার বাসিন্দা এবং তাদের বিনা নোটিশ ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
আন্দোলনকারী মফিজুল ইসলাম চৌধুরী জানান, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি এবং আজ বিকেল পর্যন্ত পটিয়ায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।”
পূবালী ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী বলেন, “সকালে আমরা ব্যাংকে ঢুকতে পারিনি। এখনো বাইরে অবস্থান করছি। লেনদেন একেবারে বন্ধ। গ্রাহকরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।”