চট্টগ্রামে ওয়াসিম ও হৃদয়সহ জুলাই মাসের শহীদদের অবদান চিরকাল স্মরণে রেখে স্থাপন করা হয়েছে একটি স্মৃতিফলক

চট্টগ্রাম মহানগর দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে স্মৃতিফলক ও মিনার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ আয়োজনের মধ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, হৃদয় তারুয়াসহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিফলক এবং পূর্ব ফিরোজশাহ এলাকায় মিনারটি তাদের নামে উৎসর্গ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদু সাত্তার সেলিম। এছাড়া, নগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে একটি মেডিকেল ক্যাম্পেও ওষুধ বিতরণ করা হয়, যেখানে ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রিজবী ইফতেখার অমি, ডা. মীর ওয়াজেদ অলী, ডা. আশরাফুল করিম, ডা. রিফাত কামাল ও ডা. সাদিয়া এরিন অংশ নেন। অনুষ্ঠানের শেষে, জুলাই আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের জন্য কোরান খতম ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *