চট্টগ্রামে খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, স্থানীয়দের দাবি স্কেভেটর উল্টে নিহত
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বৃষ্টির কারণে একটি স্কেভেটর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই মরদেহটি খাল থেকে ভেসে উঠে।
একটি স্থানীয় দোকানদার জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে স্কেভেটরটি উল্টে গিয়ে একজন ব্যক্তি চাপা পড়েন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তারা উদ্ধার অভিযান শুরু করেনি। আজ বিকেলে মরদেহটি ভেসে ওঠে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।