কক্সবাজারের চকরিয়ায় বদ্দখাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চোয়ারফাঁড়ি বাঁধ এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, বিকেলে কয়েকজন ছেলে ঘাস কাটতে নামে বদ্দখালে। এক পর্যায়ে পচাঁ গন্ধ পায় তারা। গন্ধ খুঁজতে গিয়ে দেখতে পায় ঘাসের মাঝখানে এক লাশ ভাসছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, শরীর থেকে মাংস খসে পড়ায় লাশের পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।