দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)-এর একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। শনিবার (৩০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক রূপান্তর ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির সহ-সভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানি মানবাধিকারকর্মী সারুপ ইজাজ, শ্রীলঙ্কার দীকশ্য ইলাঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে এবং বাংলাদেশের সাঈদ আহমেদ। বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজ একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে। তিনি জানান, তরুণদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। অতীতে হতাশাগ্রস্ত থাকলেও তরুণরাই এখন নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এসএএইচআরের সহ-সভাপতি রশ্মি গোস্বামী বলেন, এ সময়টা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি রূপান্তরের সময়। তরুণদের প্রত্যাশা পূরণ সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।
প্রতিনিধিরা বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন।