খাটের ওপর পড়ে ছিল জেলা আ.লীগ নেত্রী কেকার মরদেহ

বরিশাল নগরীর একটি বাসা থেকে শারমিন মৌসুমি কেকা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোডে স্বামীর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কেকা ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কারাবন্দি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন বলে পরিচিত। তার স্বামী হিরন উদ্দিন লিটু বরিশাল সদরের বাসিন্দা।

সোমবার রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ জানান, সরকারি জরুরি সেবায় (৯৯৯) সংবাদ পেয়ে তারা কেকার বাসায় যান। একটি কক্ষের মধ্যে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের ধরন দেখে মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

কেকার মেয়ে দিতান জানান, তার মা বিকেলে রুমের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখতে পান মৃত অবস্থায় খাটের ওপর পড়ে রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কেকার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।

প্রসঙ্গত, গত বছর জুলাই আগষ্টের গণ-আন্দোলনে মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *