খাগড়াছড়ি ছড়ার সেতুর নিচ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা এলাকার গেইট সংলগ্ন সেতুর নিচে বিস্কুটের কাটনে লুকানো অবস্থায় নবজাতকের দেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সেতুর নিচে একটি বিস্কুটের কাটনে নবজাতকের মৃতদেহ দেখতে পেলে তারা পুলিশকে জানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে, এই নবজাতকটি কে বা কাহারা ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।