কারাগার ভাঙার চেষ্টা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ বন্দির দেয়াল খোঁড়াখুঁড়ি, শঙ্কা আরেক ‘৫ আগস্ট’

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন বন্দি। এ জন্য তারা বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন বলে জানা গেছে। বিষয়টি টের পেয়ে কারা কর্তৃপক্ষ বন্দিদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন।পালানোর চেষ্টা করা তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি হলেন—টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শ্রী রনি মোহন্ত এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলার ১২ নম্বর কক্ষ থেকে দেওয়ালে আঘাতের শব্দ পান। পরদিন সকালে তল্লাশি চালিয়ে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট রশি, ২৫ ফুট লম্বা কম্বলের বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা খুঁটি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে বন্দিরা জানান, কারাগার থেকে পালানোর প্রস্তুতির অংশ হিসেবে তারা এসব সরঞ্জাম সংগ্রহ করেছিলেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন। এ ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *