কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শর্টসার্কিট থেকে আগুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে আগুন বিস্তার লাভ করতে পারেনি। দ্রুত নিয়ন্ত্রণ আনতে পারায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা ইমাম খাইর জানান, ইউনিভার্সিটি ভবনের তৃতীয় তলার ইসলামিক স্টাডিজ বিভাগের কম্পিউটার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ভেতরে কেউ ছিলো না। বাইরে ছিলো দারোয়ান ও নিরাপত্তাকর্মীরা। জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে আগুনের বিষয়টি টের পান তারা। ধোয়া দেখে বাহাদুর নামের এক দারোয়ান অগ্নিনির্বাপণ মেশিন নিয়ে আগুন নিভানোর চেষ্টা করায় বেশিদূর ছড়িয়ে পড়ায় সম্ভব হয়নি। তবে দ্রুত ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কম্পিউটার এবং প্রশ্নপত্র ও খাতাসহ অফিসিয়াল কাগজপত্র পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা ইমাম খাইর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *