কক্সবাজারে মোটরসাইকেল আরোহীদের অপহরণ, মুক্তিপণের ৭০ হাজার টাকায় মুক্তি

কক্সবাজার: ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই মোটরসাইকেল আরোহী মুক্তিপণের ৭০ হাজার টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন। অপহরণের ঘটনার পর রাত ১১টার দিকে তাদের ঠিক সেই স্থানেই ছেড়ে দেয় অপহরণকারীরা, যেখানে তারা প্রথমে অপহৃত হন।

ভুক্তভোগী দুই ব্যক্তি হেলাল উদ্দিন ও মোক্তার আহমদ জানিয়েছেন, তাদের পরিবার মুক্তিপণের জন্য মোট ৭০ হাজার টাকা প্রদান করে। হেলালের পরিবার ৫০ হাজার টাকা এবং মোক্তার আহমদের পরিবার ২০ হাজার টাকা প্রদান করে। তবে মুক্তিপণ নেওয়ার পর অপহরণকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অপহৃতরা জানান, অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে প্রথমে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে ৪-৫ ঘণ্টা হেঁটে পৌঁছানোর পর ডাকাতরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

মোক্তার আহমদ ও হেলাল উদ্দিন আরও জানান, ডাকাত দলের সদস্যদের কাছে ছিল দুটি দেশীয় বন্দুক এবং পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র। এই ঘটনার পর স্থানীয়রা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের দিকে তাকিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *