কক্সবাজারে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ হতে পারে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল এবং এসময় একটি সিএনজি অটোরিকশা রেলপথ পার করার চেষ্টা করছিল। কিন্তু ট্রেনটি অটোরিকশার ওপর উঠে পড়ে এবং তা প্রায় ১ কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাত্রীরা পিষ্ট হয়ে যায়, এবং তাদের শরীরের অংশ রেললাইনের আশেপাশে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানিয়েছেন, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *