কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সৈয়দ নুর এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফির বাবা।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককেও (৫০) আটক করেছিল পুলিশ। ফলে এ পর্যন্ত এই চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই এজাহারভুক্ত আসামি পুলিশের হাতে ধরা পড়লেন।
গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় খুন হন স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন। তিনি ছিলেন প্রবাস ফেরত এবং ওই এলাকার নুরুল কবিরের ছেলে। আমজাদ হোসেনের বড় ভাই কক্সবাজার সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিবাদ এবং রাজনৈতিক কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আমজাদের ভাই এরফানুল হক বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় স্থানীয় ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফিকে, যার সঙ্গে আবছার কামাল ও মো. মোফাচ্ছলসহ আরও অনেকে হামলায় অংশ নেয়।