বাঁশখালীর বড়ঘোনা এস আলম পাওয়ার প্ল্যান্টের ড্রেজিং কাজ বন্ধ এবং ব্রেকওয়াটার নির্মাণ কাজ সরানোর জন্য একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভেড়ানোর কারণে স্থানীয় জেলেদের জীবিকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
গানধামরা বরগুনা বহুমুখি সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন গত মঙ্গলবার রিটটি দায়ের করেন। রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনকে বিবাদী করা হয়।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানানো হয়েছে।
এলাকাটিতে দীর্ঘদিন ধরে প্রায় ৩ হাজার জেলে মাছ ধরার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু এস আলম গ্রুপের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর কারণে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাহাজের ধাক্কায় জাল ছিঁড়ে যাওয়া, দুর্ঘটনার ঘটনা বাড়ানো এবং নৌকা ডুবানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় জেলেদের পক্ষ থেকে।