রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান জানান, রাতে টিনসেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির ৬ সদস্য। ভোরের দিকে টিনসেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই ৬ জনই পুড়ে যান।
তিনি জানান, তাদের চিৎকারে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
চিকিৎসকরা জানান, ৬ জনকেই জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরবর্তীতে জানানো যাবে।