আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে চিকিৎসক সমাজে ক্ষোভ, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

চিকিৎসকদের নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)। রোববার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে ‘আপত্তিকর ও অপমানজনক’ মন্তব্য করেন।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক এ এম শামীম বলেন, “এমন মন্তব্য চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে খাটো করেছে এবং জনসাধারণের স্বাস্থ্যসেবার ওপর আস্থা ক্ষুণ্ন করতে পারে। কোভিড-১৯ ও ডেঙ্গুর মতো মহামারির সময় চিকিৎসকেরা জীবন ঝুঁকিতে ফেলে সেবা দিয়ে গেছেন, এমন অবস্থায় এ ধরনের মন্তব্য হতাশাজনক।”

তাঁরা আরও বলেন, অতীতে সামরিক সরকারের দমন-পীড়নের সময়ও দেশের চিকিৎসকেরা সাহসিকতার সঙ্গে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন, এমন আত্মত্যাগ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না।

অন্যদিকে, আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। সংগঠনটি চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আসিফ নজরুলের প্রতি। দাবি না মানলে ১৮ আগস্ট প্রতীকী প্রতিবাদ হিসেবে এক দিনের জন্য প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওজিএসবি।

এ বিষয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যামূলক পোস্ট দেন আসিফ নজরুল। তিনি লেখেন, “অনুষ্ঠানে আমি ব্যক্তিগত ভালো অভিজ্ঞতার পাশাপাশি কিছু রোগীর অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা বলি। তবে স্পষ্টভাবে উল্লেখ করেছি, এসব সমালোচনা সব চিকিৎসকের জন্য প্রযোজ্য নয়। অনেক চিকিৎসক নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন। আমার বক্তব্য কিছু পত্রিকায় খণ্ডিতভাবে প্রকাশিত হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।”

তিনি আরও বলেন, “কারও মনে আঘাত লাগলে আমি দুঃখিত। তবে কিছু ডাক্তারের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখা প্রয়োজন বলে আমি মনে করি।”

এভাবে তিনি চিকিৎসক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *