আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ফেনীতে পুলিশের অভিযান

ফেনীতে পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলার ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জেলা পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, শুক্রবার জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছাগলনাইয়া থানা পুলিশ দুইজন ছিনতাইকারীসহ মোট ৬ জন, সোনাগাজী মডেল থানা পুলিশ ৬ জন, ফেনী মডেল থানা পুলিশ ৭ জন, ফুলগাজী থানা পুলিশ ৩ জন, এবং দাগনভূঞা থানা পুলিশ ৪ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী দলের সদস্য ও পাঁচ মামলার আসামি বেলাল হোসেন সম্রাট (৩২)-সহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোশারফ হোসেন (৩৩)-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার এক আসামিসহ ২ জন, ফুলগাজী থানা পুলিশ ২ জন, পরশুরাম মডেল থানা পুলিশ ২ জন এবং সোনাগাজী মডেল থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

এর আগে গত বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি মামলার আসামি ও ডাকাত দলের সদস্য শাহাদাত হোসেন রিমন (৩৫)-সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। দাগনভূঞা থানা পুলিশের অভিযানে এক ছিনতাইকারী ও আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজীতে অভিযানে ডাকাতি মামলার প্রধান আসামি নূর উদ্দিন শামীম (২৪) এবং ছাগলনাইয়ায় মাদক সংক্রান্ত মামলা ও অন্যান্য অভিযোগে পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *