চট্টগ্রাম: নগরের অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের ওপর ধসে পড়া পুরোনো সেতু পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সেতুটি ধসে পড়ার পর ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মেয়র সেতুটির পুনর্নির্মাণের ঘোষণা দেন।
পরিদর্শনকালে মেয়র জানান, সেতুটি প্রায় ৫০ বছর পুরোনো। তারা বর্ষা শেষে সেতুর পুনর্নির্মাণ প্রকল্প শুরু করার পরিকল্পনা করেছিলেন। এই প্রকল্পের জন্য আট থেকে নয় কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে এবং এক বছরের মধ্যে নতুন সেতু নির্মাণ করা হবে।
পুরোনো সেতুর জায়গায় ২০ ফুট প্রশস্ত ব্রিজের বদলে ৬০ ফুট প্রশস্ত নতুন ব্রিজ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে ভারী যানবাহনের চাপেও সেতুটি ক্ষতিগ্রস্ত না হয়।
এসময়, মেয়র জনগণের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জানান, ট্রাফিক বিভাগকে বিকল্প রুট নির্ধারণের জন্য অনুরোধ করা হয়েছে। ডিসি ট্রাফিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই নাসিরাবাদ হয়ে একটি বিকল্প রাস্তা তৈরি করেছেন, যেখানে ভারী যান চলাচল করবে এবং অক্সিজেন এলাকা দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চলবে।
পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম প্রমুখ।