শীতে ত্বক রক্ষায় পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি সেরা?

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক রুক্ষ, শুষ্ক ও খসখসে হয়ে যায়। এই সময় ত্বকের যত্নে সবচেয়ে পরিচিত দুটি উপাদান হলো পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন। দামী স্কিনকেয়ার পণ্যের বাইরে বহু বছর ধরে মা–দাদীরা এ দুটিকেই ব্যবহার করে আসছেন। তবে প্রশ্ন থেকেই যায় শুষ্ক মৌসুমে কোনটি ত্বকের জন্য বেশি উপকারী?

ত্বক বিশেষজ্ঞদের মতে, গ্লিসারিন ত্বকে আর্দ্রতা টেনে আনে এবং পেট্রোলিয়াম জেলি সেই আর্দ্রতাকে ত্বকের ভেতরে আটকে রাখে। ফলে দুটো একসঙ্গে ব্যবহার করলে ত্বক দীর্ঘ সময় ময়েশ্চারাইজড থাকে।

পেট্রোলিয়াম জেলি মূলত ‘অ্যাক্লুসিভ’ উপাদান, যা ত্বকের উপর একটি সুরক্ষাকারী স্তর তৈরি করে। এটি নিজে থেকে আর্দ্রতা যোগ না করলেও ত্বকের ভেতরের আর্দ্রতা বের হতে দেয় না। ঠোঁট, গোড়ালি, কনুই বা ক্ষতস্থানে এটি সহজেই ব্যবহার করা যায়।

অন্যদিকে গ্লিসারিন একটি হিউমেকট্যান্ট, অর্থাৎ এটি পরিবেশ ও ত্বক থেকে পানি টেনে এনে ত্বকের উপরিভাগে যোগায়। ফলে ত্বক নরম, টানটান ও ভেতর থেকে হাইড্রেটেড থাকে। এটি লোশন, সিরাম, ক্লিনজারসহ নানা স্কিনকেয়ার পণ্যে ব্যবহৃত হয়।

পেট্রোলিয়াম জেলি খুব শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এটি ধুলোবালি, ঠান্ডা বাতাস বা ঘর্ষণ থেকে ত্বককে সুরক্ষা দেয়। তবে তৈলাক্ত ত্বকে কখনো কখনো এটি ভারী বা তেলতেলে অনুভূতি আনতে পারে।

গ্লিসারিন হালকা ও নন-গ্রেসি হওয়ায় তৈলাক্ত বা ব্রণ–প্রবণ ত্বকের জন্য এটি বেশি উপযোগী। তবে অতিরিক্ত শুষ্ক আবহাওয়ায় একা ব্যবহার করলে কখনো কখনো ত্বক আরও শুষ্ক মনে হতে পারে, যদি এর ওপর কোনো সিলিং লেয়ার না দেওয়া হয়।

ত্বক বিশেষজ্ঞরা বলেন, শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো কাজ করে গ্লিসারিনের ওপর পেট্রোলিয়াম জেলি লাগানো। স্কিনকেয়ারে এই পদ্ধতিকে বলা হয় ‘স্লাগিং’; যা ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ ও সুরক্ষিত রাখে।

তৈলাক্ত বা ব্রণ–প্রবণ ত্বকের ক্ষেত্রে গ্লিসারিনই বেশি নিরাপদ। আর সংবেদনশীল ত্বকে সাধারণত পেট্রোলিয়াম জেলি ভালো মানিয়ে যায়, কারণ এতে বাড়তি সুগন্ধি বা রাসায়নিক থাকে না।

শীতকাল ও অত্যন্ত শুষ্ক আবহাওয়ায় পেট্রোলিয়াম জেলি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ কার্যকর। অন্যদিকে নিয়মিত নরমতা ও আর্দ্রতার জন্য গ্লিসারিনের বিকল্প কম।

তাই এককভাবে কোনটি সেরা তার নির্দিষ্ট উত্তর নেই। ত্বকের ধরন, আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ীই সিদ্ধান্ত নিতে হবে। দুটোই চাইলে, প্রথমে গ্লিসারিন এবং পরে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *