কাঁথা–কম্বল উঠে গেছে আলমারিতে। সূর্যের উত্তাপও বার্তা দিচ্ছে, সামনেই গ্রীষ্মকাল। গরম থেকে স্বস্তি পেতে তাই ফ্যানের চাহিদা বাড়তে শুরু করেছে। আধুনিক সিলিং ফ্যানের পাশাপাশি রিচার্জেবল ফ্যানের চাহিদাও বেড়েছে বাজারে। ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোও ক্রেতার চাহিদা ও রুচিকে প্রাধান্য দিয়ে আনছে বিভিন্ন মডেলের ফ্যান। ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে গ্যারান্টিসহ বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান কিনতে চান ক্রেতারা।একসময় পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা ফ্যানেই মানুষ ভরসা করত। সময় পাল্টেছে। ফ্যানের বাজারের একটা বড় অংশই এখন দেশীয় ব্র্যান্ডের দখলে। এর মধ্যে ওয়ালটন, যমুনা, আরএফএল, কনকা, বিআরবি, এনার্জিপ্যাকের মতো ব্র্যান্ড উল্লেখযোগ্য।বাজারের প্রচলিত ফ্যানগুলো সাধারণত ৮০ থেকে ১০০ ওয়াটের হয়ে থাকে। কিন্তু ওয়ালটনের ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট মোটর বা বিএলডিসি প্রযুক্তির ফ্যান ৩৫ ওয়াটের। এসব সুপার সেভার মডেল প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এ ছাড়া তাদের রিচার্জেবল সিলিং ফ্যান সর্বোচ্চ ১২ ঘণ্টা ও অন্যান্য রিচার্জেবল ফ্যান কমপক্ষে ৪-৫ ঘণ্টা পর্যন্ত বাতাস দিতে সক্ষম। ব্র্যান্ডটির সিলিং ফ্যান তিন পাখার হলেও কিছু টেবিল ফ্যান ও স্ট্যান্ড ফ্যান পাঁচ পাখার হয়ে থাকে। ২ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকায় এসব ফ্যান বিক্রি করছে ওয়ালটন। পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবায় মিলবে মোটর রিপ্লেসমেন্টের সুবিধা।