ত্বক সতেজ রাখে যেসব স্মুদি 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই নামিদামি পণ্য ব্যবহার করেন। কিন্তু ত্বক সুস্থ রাখতে দরকার ভিতর থেকে পুষ্টির। এমন কিছু স্মুদি আছে যা ত্বককে করে তোলে মসৃণ, কোমল ও দীপ্তিময়। 

গ্রিন গ্লো স্মুদি
এক কাপ পালং শাক, অর্ধেক আপেল, এক চা চামচ লেবুর রস ও এক কাপ ডাবের পানি ব্লেন্ড করুন। পালংয়ে থাকা আয়রন ও ক্লোরোফিল রক্ত পরিষ্কার করে, লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরি বাড়ায়। এর ফলে ত্বক উজ্জ্বল হয়।

বেরি ব্লাশ স্মুদি
আধ কাপ দই, এক কাপ মিশ্র বেরি ও সামান্য মধু ব্লেন্ড করে নিন। বেরিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায়, আর দইয়ের প্রোবায়োটিক ত্বককে ভিতর থেকে হাইড্রেট রাখে।

গাজরের স্মুদি
দুটি গাজর, একটা কমলা লেবুর রস ও এক টুকরো আদা ব্লেন্ড করে নিন। গাজরে  থাকা বিটা-ক্যারোটিন সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, আর কমলার ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

অ্যাভোকাডো কোকো স্মুদি
অ্যাভোকাডো, এক টেবিলচামচ কোকো পাউডার, বাদাম দুধ ও সামান্য মধু মিশিয়ে নিন। অ্যাভোকাডোর স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, আর কোকোর ফ্ল্যাভোনয়েড ত্বকে রক্ত চলাচল উন্নত করে।

তরমুজ-মিন্ট হাইড্রেশন স্মুদি
এক কাপ তরমুজ, কয়েকটি পুদিনা পাতা ও এক চিমটি লবণ ব্লেন্ড করুন। তরমুজের জলীয় ভাব ত্বকের শুষ্কতা দূর করে, আর পুদিনা ত্বক ঠান্ডা রাখে ও প্রদাহ কমায়।

হলুদের স্মুদি
একটা কলা, আধা চা চামচ হলুদ, এক কাপ বাদাম দুধ ও সামান্য মধু মিশিয়ে নিন। হলুদের কারকিউমিন প্রদাহ কমায়, দাগ হালকা করে, আর কলা থাকা ভিটামিন ই ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।

কী ভাবে কাজ করে এসব স্মুদি?
এসব স্মুদিগুলিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন ই এবং ওমেগা ৩-ফ্যাটি অ্যাসিড শরীরের টক্সিন বের করে দেয়। ত্বকের কোলাজেন বাড়ায়, আর কোষের ক্ষয় রোধ করে। ত্বক হয় ভিতর থেকে পুষ্ট। এর ফলে দাগ-ছোপ কমে যায়, আর মুখে ফিরে আসে স্বাভাবিক উজ্জ্বলতা ও সতেজতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *