প্রতিনিধি: সুমন বড়ুয়া
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মোবারক আলী টিলার নারিশ্চা ছোট্ট খাল এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহ্ আলম (৫৫)। তিনি শিলক ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
মাইজপাড়ার ওমর ফারুক নঈমী জানান, এক ব্যক্তিকে হাতি আক্রমণ করেছে এমন খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, সেখানে শাহ্ আলমের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে হাতিটিকে পাওয়া যায়নি। পরে তারা দক্ষিণ থানার পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, হাতির আক্রমণে শাহ্ আলমের মৃত্যুর বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শাহ আলমকে আক্রমণের পর হাতিটি বনে চলে গেছে। পরিবারের আবেদন সাপেক্ষে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।
ওসি ওবাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নারিশ্চা এলাকার এক খালের পাড়ে পড়ে ছিল। সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।