চট্টগ্রামে প্লাস্টিক দূষণ কমাতে এবং প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ শুরু হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শহরের ৪০ শতাংশ প্লাস্টিক বর্জ্য নদী কর্ণফুলীতে পড়ে, যা নদীর নাব্যতা কমিয়ে জলাবদ্ধতা এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি নতুন উদ্যোগ চালু করেছে, যেখানে নগরের ২ নম্বর গেট কসমোপলিটন আবাসিক এলাকায় অবস্থিত বিদ্যানন্দ মা ও শিশু দাতব্য চিকিৎসালয়ে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
এই সেবা প্রথমবারের মতো বাংলাদেশের জন্য একটি অভিনব উদ্যোগ। গতকাল সোমবার সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিনেই ২৭ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্লাস্টিক কেয়ার’ প্রকল্পের আওতায় সারা বছর প্রান্তিক জনগণ তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসাসেবা পাবেন, যার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ এবং ল্যাব টেস্ট সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, “অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, আর এর ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে প্রান্তিক জনগণ।” তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে জনগণ স্বাস্থ্যসেবা পাবেন এবং সচেতনতা বাড়বে।
এছাড়া, গত বছর চসিকের সহযোগিতায় ‘প্লাস্টিকের বিনিময়ে বাজার’ প্রকল্পও চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেখানে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাওয়া যায়।