চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক যুবক ইফফাত নুর তানভীর (২৮) মারা গেছেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ইফফাত ৯ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন। পরে ১৩ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর রাতে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হওয়ায়, আজ সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়, কিন্তু বেলা সাড়ে তিনটায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, ইফফাত ডেঙ্গু আক্রান্ত ছিলেন এবং তাঁর ওজন অস্বাভাবিক বেশি ছিল। এছাড়া, তাঁর হৃদযন্ত্রে ব্লক ছিল, যা মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এটি চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির আরও এক উদ্বেগজনক ঘটনা, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুর হার বাড়ছে।