শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তার দাবিতে আবার শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন। বেলা দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলছিল।

শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে গত শুক্রবার দুপুরের দিকে শাহবাগ থানা ঘেরাও করেছিলেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সরে যান। এখন শিক্ষার্থীরা বলছেন, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ‘প্রকৃত’ আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আবার শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করছেন।

আজ রোববার রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল রাজনীতির ঊর্ধ্বে থেকে দলমত–নির্বিশেষে এক হয়ে শাহরিয়ার হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, এই খুনের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু এই হত্যার এত দিন পরও এ ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *