বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অনির্দিষ্টকালের ছুটিতে

বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৭৬ জন কর্মকর্তা ও কর্মচারী পল্লী বিদ্যুৎ বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন–নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ অনির্দিষ্টকালের গণছুটিতে চলে গেছেন। গতকাল রবিবার সকাল থেকে তারা এ ছুটি নিয়েছেন।

সমিতির সদস্যরা জানান, পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার, আরইবির শোষণ এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির জন্য তাদের ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ছুটিতে থাকবেন। বোয়ালখালী জোনাল অফিসে সকালের সময় কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে ছুটির আবেদন জমা দেন এবং এরপর অফিস ছেড়ে চলে যান। বর্তমানে অফিসে শুধুমাত্র দুই প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) ছাড়া আর কেউ উপস্থিত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *