কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর অপসারণ দাবিতে সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রায় দুই ঘণ্টা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর অপেশাদারিত্ব, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান খারাপ হয়েছে, যা তাদের আন্দোলনে অংশ নিতে বাধ্য করেছে। আন্দোলন চলাকালে বিদ্যালয়ের এক কর্মচারীকে মারধর এবং তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তবে স্থানীয়রা দাবি করেছেন, একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
শিক্ষার্থীরা পরিচালনা কমিটির সভাপতির কাছে ১২টি লিখিত অভিযোগ জমা দিয়েছে, যার মধ্যে রয়েছে জোরপূর্বক ক্লাস করানো, অর্থ আদায়, শিক্ষকদের চেক বন্ধক রেখে টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ।
এদিকে, প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এবং কয়েকজন শিক্ষকও এতে জড়িত। তিনি বলেছেন, পূর্বেও এই ধরনের আন্দোলন হয়েছে এবং এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর এমএ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলি আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হবে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈনুল হোসেন চৌধুরী বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত না হলে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।