সাত দফা দাবিতে বুধবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এবার বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এসব সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দুই দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এবার সাত দফা দিয়েছেন তাঁরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন–পীড়নের অভিযোগে আরইবি চেয়ারম্যানের অপসারণ দাবি করেছে পবিস। তা ছাড়া এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি ও পবিসকে একত্র করে অন্যান্য বিতরণ সংস্থার মতো পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে।
পবিসের দাবির মধ্যে আরও আছে মিটার রিডার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল। হয়রানি ও শাস্তিমূলক আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নামে চলমান মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়ে গত ২১ জানুয়ারি ও ২৬ এপ্রিল দুই দফায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। এ সময় ২৮ হাজার ৩০৭ জন কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষর জমা দেওয়া হয়। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি।
আরইবি ও সমিতি একীভূত করা এবং সমিতির অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ী করার দাবিতে গত বছরের জানুয়ারি থেকে টানা কর্মবিরতিসহ বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন পবিসের কর্মকর্তা-কর্মচারীরা।
একপর্যায়ে চাকরিচ্যুতি ও আটকের প্রতিবাদে ১৭ অক্টোবর দেশের অন্তত ৩৩টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন সমিতির কর্মকর্তা–কর্মচারীরা।পরে ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করেন তাঁরা। ওই দিন ২৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর সমিতির কর্মকর্তাদের নামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে আরইবি। এতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।