নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের গালিগালাজ ও তাদের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
গণতন্ত্র মঞ্চের নেতারা আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে ঘিরে বিশেষ মহলের তৎপরতা শালীনতার সব সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ড নারীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই কমিশনের সুপারিশ গৃহীত হবে। কিন্তু তার আগেই নারী সংস্কার কমিশনের বিরোধিতা করা হচ্ছে, কমিশন বাতিলের দাবি তোলা হচ্ছে। এটি স্বাধীনভাবে কমিশনের কাজ করাকে বাধাগ্রস্ত করবে।
বিবৃতিতে নারীবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারীসমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।বিবৃতিতে গত ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে জুতাপেটা করাকে পুরো নারী জাতির বিরুদ্ধে চরম অবমাননাকর বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।