তিন দাবিতে ২৮ জুন সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

সংস্কার, বিচার ও নির্বাচনের দাবিতে ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাতে দলটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।বুধবার ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে দলের এ কর্মসূচির কথা জানান।বিবৃতিতে বলা হয়, গোটা জাতি রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। সংস্কারে সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও তা এখনো দৃশ্যমান হয়নি। কোনো কোনো রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রাধান্য পাচ্ছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্ঠীস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে। আর সে জন্য দরকার সংস্কার।

মাওলানা ইউনুস আহমেদ বলেন, পতিত স্বৈরতন্ত্র জুলাই-আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আরও কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে। বিগত ১৫ বছরে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। দেশের হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সংঘবদ্ধ নৃশংস অপরাধী চক্রের বিচার হওয়া জনতার প্রাণের দাবি। বিচারের কাজ শুরু হলেও তার গতি শ্লথ, যা মানুষকে আশাহত করছে বলে মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নির্বাচন আয়োজন করা হয় যাতে দেশ পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটানো যায়। কিন্তু বাংলাদেশের নির্বাচনব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত পদ্ধতিগতভাবেই রাষ্ট্র পরিচালনায় উপেক্ষিত হয়ে আসছে। এটা গণতন্ত্র, ইনসাফ ও যুক্তিবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এসব দাবিকে সামনে রেখে ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *