চাঁদপুরে সিএনজি চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, নতুন রঙভিত্তিক চলাচল নীতি নিয়ে প্রতিবাদ

চাঁদপুরে জেলা প্রশাসকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একদিন সবুজ এবং পরবর্তী দিনে লাল রঙের সিএনজি ও অটোবাইক চলাচলের নিয়ম কার্যকর হওয়ার পর তা মানতে অস্বীকার করেছেন চালকরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার (১০ সেপ্টেম্বর) থেকেই চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

নতুন নীতি অনুযায়ী, সিএনজি ও অটোবাইক চালকদের একদিন সবুজ এবং পরবর্তী দিন লাল রঙের নির্দিষ্ট রুটে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চালকরা এ সিদ্ধান্তকে তাদের জীবিকার জন্য ক্ষতিকর হিসেবে দাবি করে। তাদের মতে, রঙভিত্তিক এই ব্যবস্থা যাত্রীদের সেবা প্রদানে বাধা সৃষ্টি করবে এবং জীবনযাত্রার উপার্জনকে ক্ষতিগ্রস্ত করবে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর-রায়পুর সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় চালকরা বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রী দীর্ঘসময় অপেক্ষা করে হেঁটে নিজেদের গন্তব্যে পৌঁছান।

প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যানজট ও সড়ক বিশৃঙ্খলা কমাতে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরো সুশৃঙ্খল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *