চবি ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে অভিযানে নামে যৌথবাহিনী, এবং ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি বাহিনীর গাড়ি প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় চলা সংঘর্ষে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে, সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১৪৪ ধারা কার্যকর হওয়ার প্রায় ৩০ মিনিট পর যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সই করা বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা ঘোষণা করেন, যা ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে উন্মুক্ত স্থানে কোনো সভা, মিছিল, গণজমায়েত বা অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার (৩০ আগস্ট) রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনায়, যা পরবর্তীতে রবিবার সকালের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *