চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে বিভাগীয় মহাসমাবেশ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল বিভাগীয় মহাসমাবেশ। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে এই সমাবেশ আয়োজন করা হয়।

জানা গেছে, গত ছয় মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। রংপুরের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত এই মহাসমাবেশে প্রায় হাজারখানেক প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন এবং আবারও তাদের দাবি সরকারের কাছে তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, এইবি চট্টগ্রাম সেন্টারের সভাপতি প্রকৌশলী জানে আলম মোঃ সেলিম, ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস চট্টগ্রাম সেন্টারের সহ-সভাপতি মোঃ মমিনুল হক, এবং চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, “শেষ বছর শিক্ষার্থীদের এক বড় অংশ জানাচ্ছে যে তারা দেশ ছেড়ে চলে যাবে, কারণ তারা উপযুক্ত সুবিধা পাচ্ছে না। প্রকৌশল চাকরিতে অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়, যা অন্য সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় না।”

আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান ইঞ্জি. মানজারে খোরশেদ আলম মন্তব্য করেন, “এখন আমাদের তরুণ প্রকৌশলীদের রাজপথে নামতে হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। কোটা প্রথা পুরোপুরি বিলুপ্ত হলে এমন পরিস্থিতি তৈরি হত না। প্রকৌশলীদের জায়গা দখল করা হচ্ছে, যা খুবই দুঃখজনক।”

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো: সাকিবুল হক লিপু অভিযোগ করেন, “ডিপ্লোমাধারীরা অবৈধ সিন্ডিকেট তৈরি করে, ইঞ্জিনিয়ারিং সেক্টর দখল করে রেখেছে। তারা কোনোরকম বিসিএস পরীক্ষা না দিয়েই শুধুমাত্র প্রমোশন পেয়ে ইঞ্জিনিয়ারিং ক্যাডারে ঢুকে পড়ছে।”

চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো: ইফতেখার মাহমুদ বলেন, “আজকে বিএসসি প্রকৌশলীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে উত্তীর্ণ হয়ে দেখছেন, তাদের জায়গা দখল করে রেখেছে ডিপ্লোমা টেকনিশিয়ানরা। তারা অবৈধভাবে ইঞ্জিনিয়ারিং এর ৮০ শতাংশ পদ দখল করেছে।”

প্রকৌশলী অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ ইকবাল বলেন, “আমাদের ৩ দফা দাবি আদায় হলে, এদেশের প্রকৌশল খাত শক্তিশালী হবে। বছরের পর বছর ধরে যে সিন্ডিকেট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

শিক্ষার্থীদের দাবিগুলি ছিল— নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসি শিক্ষার্থীদের জন্য সুযোগ দেওয়া, এবং বিএসসি ছাড়া কাউকে প্রকৌশলী পদবী ব্যবহার না করার নিশ্চয়তা প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *