মরুভূমি আর তপ্ত বালুকার দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে ঘটেছে এক বিরল প্রাকৃতিক ঘটনা—তুষারপাত। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সীমান্তবর্তী মরুভূমি অঞ্চলে বরফে ঢেকে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
সামাজিক মাধ্যম এক্সে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিস্তীর্ণ মরুভূমি সাদা বরফে ঢাকা। ধূসর আকাশের নিচে বরফে মোড়া পথ ধরে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি। কোথাও কোথাও বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা উটও চোখে পড়েছে—যা মরুভূমির চেনা রূপের সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর থেকে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তর-পশ্চিম সৌদি আরবের কিছু এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে তুষারপাত শুরু হয়।
এই বিরল আবহাওয়ার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেককে বরফে খেলতে, গান গাইতে ও নাচতে দেখা গেছে। আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা বরফে ঢাকা প্রান্তর পেরিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে একদল উট—যা দর্শকদের মুগ্ধ করেছে।
রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলসহ ট্রুজিনা উচ্চভূমি ও জাবাল আল লজ এলাকায় তুষারপাতের খবর পাওয়া গেছে। কিছু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলেও জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
এ বিষয়ে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ বিন রেদ্দাহ আল সাকাফি জানান, এই তুষারপাত অস্বাভাবিক নয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভূমধ্যসাগরীয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবে তাবুক, আল জাউফ ও আরার অঞ্চলে মাঝে মাঝে তুষারপাত হয়ে থাকে। বিশেষ করে জাবাল আল লজ ও আভা অঞ্চলের উচ্চভূমিতে এ ধরনের ঘটনা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় এমন বৈচিত্র্য আরও চোখে পড়তে পারে। সূর্যতপ্ত মরুভূমিতে হঠাৎ তুষারের এই আবরণ প্রকৃতির এক অনন্য বৈপরীত্য হিসেবেই ধরা দিচ্ছে।