চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। মাত্র ৮ বছর বয়সী এক শিশু বন্ধুত্ব আরও গভীর করতে মায়ের সোনার গলার হার কেটে কেটে সহপাঠীদের উপহার হিসেবে বিলিয়ে দিয়েছে।
ঘটনার শুরুতে পরিবার কিছুই বুঝতে পারছিল না। হারটি হারিয়ে যাওয়ার পর বাড়িতে উদ্বেগ তৈরি হয়। পরে জানা যায়, শিশুটি সহপাঠীদের মন জয় করতে মায়ের বিয়ের স্মারক সোনার হারটি ছোট ছোট টুকরায় কেটে দিয়েছে।
সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, হাতে প্লাস আর লাইটার নিয়ে সে প্রথমে হার কাটার চেষ্টা করছে। পরে না পেরে দাঁত দিয়ে সোনার হারটি ভেঙে ছোট অংশে ভাগ করছে।
বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে হারটির শুধু একটি ছোট টুকরা উদ্ধার করতে পেরেছেন। বাকি অংশগুলো সহপাঠীদের কাছে উপহার হিসেবে দিয়ে দিয়েছে শিশুটি।
মায়ের সেই সোনার হারটির ওজন ছিল ৮ গ্রাম। বর্তমানে চীনে প্রতি গ্রাম সোনার দাম প্রায় ১,২০০ ইউয়ান। সে হিসেবে হারটির মোট মূল্য দাঁড়ায় ৯,৬০০ ইউয়ান—বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৬ হাজার।
ঘটনাটি নিয়ে পরিবার দুশ্চিন্তায় থাকলেও স্থানীয়রা বলছেন, অতিরিক্ত সরলতা, নিষ্পাপ মন আর বন্ধুত্ব পাওয়ার আকাঙ্ক্ষাই শিশুটিকে এমন কাণ্ড ঘটাতে প্ররোচিত করেছে।