পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১০ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে।
জারদারির সফরের লক্ষ্য চীন-পাকিস্তান সম্পর্কের আরও উন্নতি করা, বিশেষত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে আলোচনা করা। সফরের অংশ হিসেবে, তিনি চেংদু, সাংহাই এবং শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ-বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে দৃশ্যমান করবে।
এই সফর চীন ও পাকিস্তানের সম্পর্কের শক্তি এবং ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনাগুলোর দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।