মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল, তবে পুতিন তার প্রস্তাবে চুক্তির প্রধান সীমাবদ্ধতা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার পুতিনের পক্ষ থেকে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পুতিনের প্রস্তাব “খুবই ভালো” শোনাচ্ছে, তবে ট্রাম্প নিজেই এ বিষয়ে বক্তব্য রাখবেন।
নিউ স্টার্ট চুক্তি হলো যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সর্বশেষ কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ২০১০ সালে স্বাক্ষরিত হয় এবং ২০২1 সালে একবার ৫ বছরের জন্য বাড়ানো হয়েছিল। এই চুক্তির আওতায়, উভয় দেশ মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখে, এবং চুক্তির মেয়াদ শেষ হলে অস্ত্র প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
চুক্তি অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১,৫৫০ এবং ডেলিভারি ভেহিকল (মিসাইল, সাবমেরিন ও বোমারু বিমান)-এর সংখ্যা ৭০০-এর মধ্যে সীমিত থাকবে। পুতিন বলেছেন, এই পদক্ষেপ বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের স্বার্থে এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সহায়তা করতে পারে।
এ প্রস্তাব এসেছে এমন এক সময়ে যখন ইউক্রেনের সরকার ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছে। এছাড়া, পুতিনের জন্য আরও একটি চ্যালেঞ্জ হলো ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ট্রাম্পের চাপ, যা রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি মস্কোর জন্য একতরফা নীতির পরিবর্তন হতে পারে, কারণ এতদিন তারা এই ধরনের আলোচনা কেবল তখনই শুরু করতে চেয়েছিল যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত হতো—যা ইউক্রেন যুদ্ধের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে।
এমন প্রস্তাবের ফলে বিশ্ব রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম হতে পারে, তবে এটি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রকেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে এবং রাশিয়ার নিরাপত্তা সক্ষমতা ক্ষুন্ন না করার নিশ্চয়তা দিতে হবে।