ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন। মোদি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে আমাকে আপডেট দিয়েছেন এবং আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।”
এছাড়া, মোদি ও পুতিন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আলোচনা করেছেন, এবং এ বছরের শেষের দিকে পুতিনের ভারত সফরের জন্য মোদি অপেক্ষা করছেন।
এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ, এই ফোনালাপের কয়েক ঘণ্টা আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ভারত সরকার ট্রাম্পের পদক্ষেপকে অযৌক্তিক বলে প্রতিবাদ জানিয়েছে, আর রাশিয়া জানিয়েছে, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্যিক অংশীদার নির্বাচন করতে স্বাধীন।