ভিসা নিয়ে জরুরি ঘোষণা শ্রীলঙ্কার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কায় আটকা পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই জরুরি বার্তা দেয়।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকের ২৮ নভেম্বর বা তার পর দেশে ফেরার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়া বা ফ্লাইট বাতিলের কারণে তা সম্ভব হয়নি—তাদের জন্য থাকবে বিশেষ ছাড়।
এই পরিস্থিতিতে ভিসা এক্সটেনশন ফি ও ওভারস্টে জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। অপ্রত্যাশিত বিপর্যয়ে আটকা পড়া ভ্রমণকারীদের মানবিক সহায়তা দিতেই এই উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বল্পমেয়াদি পর্যটক ও ব্যবসায়িক ভিসাধারীসহ রেসিডেন্স ভিসা হোল্ডারদের ভিসা নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
স্বল্পমেয়াদী ট্যুরিস্ট ভিসার মেয়াদ ইমিগ্রেশন দফতরের অনলাইন পোর্টালের মাধ্যমে নবায়ন করা যাবে।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন দফতর জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন হলে আরও নির্দেশনা ও আপডেট দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *