ভারত রাশিয়ার তেল কিনবে না, মোদী আশ্বস্ত করেছেন : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন। মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রে যে চেষ্টা, তাতে ভারতের এ ভূমিকাকে ‘বড় পদক্ষেপ’ বলেও অভিহিত করেছেন তিনি। ভারতের তেল কেনা নিয়ে খুশি ছিলাম না আমি, তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। এটা বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে রাজি করাবো, হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমনটাই বলেছেন ট্রাম্প।

মোদী ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স ই–মেইলে প্রশ্ন করলেও তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের কাছ থেকে সাড়া মেলেনি। তবে পরে নয়া দিল্লি জানায়, অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাই ভারতের স্থায়ী অগ্রাধিকার। রাশিয়ার তেল কেনা বন্ধ হচ্ছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি তারা।

রয়টার্স লিখেছে, ভারত যদি সত্যিই রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তাহলে বৈশ্বিক জ্বালানি কূটনীতিতে এটি বড় ধরনের মোড় বদল হবে। তাও এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন তেল থেকে মস্কোর আয় বন্ধে প্রচেষ্টা জোরদার করছে। নয়া দিল্লি সরে গেলে মস্কো তার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হারাবে, একইসঙ্গে এটি অন্য যারা এখনও রুশ অপরিশোধিত তেল আমদানি করছে তাদের চিন্তাভাবনাতেও পরিবর্তন আনবে। খবর বিডিনিউজের।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কেবল বহুপাক্ষিক নিষেধাজ্ঞা না দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়েই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। অবশ্য সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ভারত শিগগিরই তেল কেনা বন্ধ করতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *