ভারতে বিদেশি পর্যটকের আগমনের তালিকায় বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় সোমবার (৮ ডিসেম্বর) অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালে ভারতের সফর করেছেন ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি, যা ২০২৩ সালের ২১ লাখ ১৯ হাজার ৮২৬ জনের তুলনায় কিছুটা কম। তবে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, যেখানে ২০২৪ সালে ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ পর্যটক ভারতের সফর করেছেন। রাজ্যভিত্তিক পর্যটনেও বৈচিত্র্য দেখা গেছে। সর্বাধিক বিদেশি পর্যটক এসেছে মহারাষ্ট্রে, সংখ্যা ৩৭ লাখ ৫ হাজার ১৭০। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে, যেখানে গেছেন ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ বিদেশি পর্যটক।
পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের মাধ্যমে ভারত ২০২৪ সালে আয় করেছে মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি। বিশ্লেষকরা বলছেন, টানা পাঁচ বছর ধরে ভারতের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হিসেবে থাকা বাংলাদেশ-ভারতের পর্যটন সম্পর্ক ও ভ্রমণ সুবিধার গুরুত্ব আবারও প্রমাণিত করেছে।