বারবার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ায় আত্মহত্যা করেছেন ভারতের হায়েদ্রাবাদের এক নারী চিকিৎসক।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা ওই নারীর নাম রোহিনী (৩৮)। হায়দ্রাবাদে নিজ ফ্ল্যাট থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ সময় বদ্ধ ঘর থেকে কোনো সাড়া না পেয়ে বিপদের আশঙ্কা করেন রোহিনীর গৃহকর্মী। বিষয়টি তার পরিবারকে জানালে সঙ্গে সঙ্গে তারা মেয়ের ফ্ল্যাটে পৌঁছান। পরে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান নিথর দেহে পড়ে আছেন তাদের মেয়ে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে রোহিনীকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পাশপাশি মরদেহর সঙ্গে থাকা একটি সুইসাইড নোট খুঁজে পান তারা।
পুলিশের ভাষ্য, নোটটিতে আত্মহত্যার কারণ হিসেবে বারবার অ্যামেরিকা যাওয়ার ভিসা বাতিল ও এর ফলে জন্ম নেওয়া হতাশা কারণ হিসেবে উল্লেখ ছিল।
পুলিশ আরও জানায়, হতাশাগ্রস্ত ওই নারী শুক্রবার রাতেই অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ অথবা শরীরে ইনজেকশন গ্রহণের মাধ্যমে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
মৃত নারীর মা লক্ষ্মী জানান, বেশ অনেকদিন ধরে চিকিৎসক হিসেবে যুক্তরাষ্ট্রে পেশাজীবন শুরু করতে দিন গুনছিলেন রোহিনী, কিন্তু বারবার ভিসা প্রত্যাহার হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
এ অবস্থায় তিনি মেয়েকে ভারতে পেশাজীবন বেছে নিতে বললে রোহিনী তাতে সায় দেননি।
তার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রের উচ্চ বেতনে চিকিৎসক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলা, কিন্তু বারবার ভিসা বাতিল হওয়ায় সম্প্রতি বিষণ্ণতায় ভুগছিলেন রোহিনী।
এ ঘটনায় স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে।